বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

উন্মোচন, পথনাটক আশির দশক : পর্ব-২

 উন্মোচন

আবুল হোসেন খোকন

[প্রারম্ভিক কথা : ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বপরিবারে হত্যা এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক শক্তিকে ক্ষমতাচ্যুত করার পর রাষ্ট্রক্ষমতা দখল করেন সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান এরই ধারাবাহিকতায় আশির দশকের শুরুতে রাষ্ট্রক্ষমতা দখল করেন আরেক সামরিক শাসক জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ অবৈধ এবং অসাংবিধানিক এইসব ঘটনার মৌলিক প্রেক্ষাপটকে অবলম্বন করেই ১৯৮৩ সালেউন্মোচনপথনাটকটি রচনা করা হয় এরশাদের সামরিক শাসন চলাকালে দুঃসাহসিক ঝুঁকি নিয়ে এই পথনাটকটি গেরিলা কায়দার বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা পাবনার শহরাঞ্চলে অর্ধশতাধিক জায়গায় প্রদর্শন করা হয়েছিল পরে বিভিন্ন প্রেক্ষাপটে কয়েকটি প্রকাশ্য মঞ্চেও এটি প্রদর্শন করা হয়

উন্মোচনমূলত সামিরক শাসনবিরোধী পথনাটক নাটকটির সংলাপ আদল হুবহু অক্ষুণ্ন রেখেই এখানে তুলে ধরা হলো]

 

দ্বিতীয় দৃশ্য

 

দৃশ্য চরিত্র : মালিক, ড্রাইভার, রাজনৈতিক নেতা, সামরিক অফিসার ধর্মীয় গুরু

 

[মঞ্চের পর্দায় মটরযানের প্রতিকৃতি না থাকলেও চলবে অবশ্য প্রতিকৃতি দ্রুত সড়ানো সম্ভব না হলে রাখা যেতে পারে দৃশ্যের শুরুতে দেখা যাবে মালিক পাঁয়চারি করছে তার ঠোঁটে জ্বলন্ত পাইপ হন্তদন্ত হয়ে ড্রাইভারের প্রবেশ]

 

ড্রাইভার : হুজুর, দুঃসংবাদ

মালিক : দুঃসংবাদ! কীসের দুঃসংবাদ ড্রাইবার?

ড্রাইভার : যাত্রীরা স্লোগান দিচ্ছে, মিছিল করছে

মালিক : কী চায় ওরা?

ড্রাইভার : ওরা, ওরা মটরযানের লিক সাড়াতে, নাটবল্টু লাগাতে বলছে, ছোড়া তার জোড়া লাগাতে বলছে, সিট সাড়তে বলছে কেও কেও ------- [ইতস্তত করবে]

মালিক : কেও কেও কি?

ড্রাইভার : কেও কেও আবার মটরযানটাকে চালাবার জন্য ইঞ্জিনটাকে বদলে ফেলার কথা বলছে

মালিক : সর্বনাশ! ওরা লিক সাড়াতে, নাটবল্টু লাগাতে, তার জোড়া আর সিট সাড়তে যতোই দাবি তুলুক- কোন অসুবিধা নেই কিন্তু সাবধান [দর্শকদের ইঙ্গিত করে] ওদের থেকে সাবধান যারা মটরযানটাকে চালু করার চিন্তা করছে, যারা নতুন ইঞ্জিন বসাতে চাইছে- তাদের থেকে সাবধান ওরা সর্বনাশ করে ফেলবে এর উপযুক্ত ব্যবস্থা করতে হবে বলো ড্রাইভার, তুমি পারবে কি না?

ড্রাইভার : হে হে হেহ্ কি-যে বলেন হুজুর! আমি পারবো না, এটা কথা হলো? আমি ড্রাইভার আমার হাতেই সব ক্ষমতা [দর্শকদের ইঙ্গিত করে] ওদের যেভাবে ব্যবস্থা করা দরকার, করে ফেলবো এক্ষুণি ডাকছি আমার বন্ধুদের

মালিক : হ্যাঁ, তাড়াতাড়ি সব ঠিক করো আমি চললাম [মালিকের প্রস্থান ড্রাইভার হাততালি দেবে একে একে মঞ্চে প্রবেশ করবে সামরিক অফিসার, রাজনৈতিক নেতা ধর্মীয় গুরু]

ড্রাইভার : আপনাদের সবাইকে আমার বিশেষ প্রয়োজন কারণ, মটরযানের পরিবেশ ভালো নয় আমার মালিক খুব চিন্তিত হয়ে পড়েছেন মটরযানের যাত্রীরা স্লোগান দিচ্ছে, মিছিল করছে, ইঞ্জিন বদলাতে চাইছে; যানটাকে চালাতে চাইছে তাই, আপনাদের যার যার কাজ, আবার ভালো মতো শুরু করতে হবে জনাব সামরিক অফিসার সাহেব-

সামরিক অফিসার : [মাটিতে পা ঠুকে] ইয়েস স্যার

ড্রাইভার : আপনি প্রস্তুত থাকুন যে কোন বিপদজনক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন অবস্থা বেগতিক দেখলেই, আপনার কাজ আপনি করবেন, কে?

সামরিক অফিসার : [স্যালুট দিয়ে] ইয়েস স্যার [প্রস্থান]

ড্রাইভার : জনাব রাজনৈতিক নেতা- আপনাকে ভালোভাবে মাঠে নামতে হবে কতগুলো [দাঁত কিরমির করে] বদমাশ, যাত্রীদের দৃষ্টিটাকে ইঞ্জিনের দিকে ফেরাতে চাইছে আপনি তাড়াতাড়ি চাকা পাংচার, নাটবল্টু আর ছেঁড়া তারের দিকে ওদের দৃষ্টিটাকে ফেরান যান, তৈরি হয়ে নেমে পড়ুন

রাজনৈতিক নেতা : আপনার ইচ্ছা পূরণ হবে স্যার তবে, আমি ভাবছি- [ইতস্তত করবে]

ড্রাইভার : ভাবছেন! কী ভাবছেন?

রাজনৈতিক নেতা : ভাবছি, এবার নতুনভাবে এগুতে হবে নইলে যাত্রীরা আমাকে [ড্রাইভারের প্রতি ইঙ্গিত করে] আপনার লোক সন্দেহ করতে পারে তাই ভাবছি- আপনার বিরুদ্ধে দুচারটি লোকদেখানো কথা বলে [দর্শকদের ইঙ্গিত করে] ওদের পক্ষে রাখবো

ড্রাইভার : ওহ্, চমৎকার আপনি তাই- করুন

রাজনৈতিক নেতা : ধন্যবাদ স্যার [সালাম জানিয়ে প্রস্থান]

ড্রাইভার : পবিত্র ধর্মীয় গুরু সাহেব- আপনি হলেন শেষ ভরসা [দর্শকদের ইঙ্গিত করে] ওদের শান্ত করতে আপনার মতো জুড়ি আর কারও নেই নেমে পড়ুন আপনিও ওয়াজ করুন, ইসলামী জালসা করুন, মাঝে মাঝে মহাসম্মেলন করুন

ধর্মীয় গুরু : মাশা আল্লাহ মাশা আল্লাহ আপনাদের দীর্ঘজীবন কামনা করে, হে: হে:, বান্দা সারা জীবন কাজ করে আসছে আজকে আপনাদের বিপদের মুখে, হে: হে: হেহ্, আমি বসে থাকতে পারি না কারণ- আপনার বিপদ, আমারও বিপদ তাই আমি [দর্শকদের ইঙ্গিত করে] ওদের গরম রক্ত ঠান্ডা করতে, এমন আফিম গেলাবো যে- - ঝিমিয়ে যাবে আমি এক্ষুণি যাচ্ছি

ড্রাইভার : দাঁড়ান টাকাটা নিয়ে যান [ড্রাইভার টাকার বান্ডিল দেবে খুঁশিতে ডগমগ হয়ে ধর্মীয় গুরুর প্রস্থান অত:পর ড্রাইভারেরও প্রস্থান]

 

----------- চলবে -----------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for Message